- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৬-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪০
ঘোড়াঘাট-পলাশবাড়ী করতোয়া নদীতে ঝুঁকি নিয়ে মানুষের পারাপার
ঘোড়াঘাট প্রতিনিধি ►
ঠিকাদারের গাফিলতির কারণে ঘোড়াঘাট উপজেলার সাথে পলাশবাড়ী, গাইবান্ধা ও রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে। এই পথে প্রতিদিন প্রায় ২ থেকে ৩ হাজার মানুষ ছাড়াও বিভিন্ন যানবাহন চলাচল করে।
করতোয়া নদীর উপর বেইলী ব্রিজটি খুলে ঢালাই সেতুর কাজ শুরু করে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু জনসাধারণের চলাচলের জন্য করতোয়া নদীর উপর একটি দায়সারাভাবে কাঠদ্বারা বিকল্প সেতু তৈরি করে দেওয়া হয়। শুধু মাত্র লোকজন হেঁটে পারাপার হওয়ার জন্য।
অন্যান্য যানবাহন পারাপারের জন্য দুটি জোড়া নৌকার ব্যবস্থা করে দেন স্থানীয় চেয়ারম্যান। কিন্তু সেই নৌকায় পারাপারের জন্য টাকা গুনতে হতো দিগুনেরও বেশি, বন্যার স্রােতে ভেসে আসা কচুরীপানা জমাট বাধাঁর কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, বন্যায় দ্রুত পানি বাড়তে শুরু করলে চলাচলের জন্য কাঠের সেতুটি ১০/১২ ইঞ্চি পানির নীচে তলিয়ে গেছে।
আর কোন বিকল্প রাস্তা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ডুবন্ত সেতুর উপর দিয়ে নারী-পুরুষ শিশুরা পারাপার হচ্ছে। যে কোন মুহুর্তে বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারে। নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘন্টার মধ্যে কাঠের সেতুটি সম্পূর্ন তলিয়ে যাবে। ফলে পলাশবাড়ী ও গাইবান্ধার সাথে ঘোড়াঘাট উপজেলার যোগাযোগ ব্যবস্থা একেবার বন্ধ হয়ে যাবে।